Archives

আজকে আমি আলোচোনা করব কিভাবে একটি cell কে কয়েকটি cell এ ভাগ করা যায়, বা split করা যায়।

আজকে আমি আলোচোনা করব কিভাবে একটি cell কে কয়েকটি cell এ ভাগ করা যায়, বা split করা যায়।

***প্রথমে Microsoft office word ওপেন করুন।

***তারপর, আগের টিউনগুলোর নিয়ম অনুসারে একটি টেবিল বানান।

***তারপর, ড্রাগ করে টেবিলটি বড় করুন।

***এবার,টুলবার থেকে table এ ক্লিক করে নিচের দিকে arrow তে ক্লিক করুন।

***এরপর, split cells এ ক্লিক করুন।

***তারপর, column এর ঘরে 5 এবং row এর ঘরে 3 লিখুন।এরপর, ok ক্লিক করুন।

***দেখুন, সেলটিতে 5টি column এবং, 3টি row তৈরী হয়েছে।

আমার টেবিল বিষয়ক টিউন এখানেই শেষ। আগামী part এ মাইক্রোসফট ওয়ার্ড এর নতুন বিষয় নিয়ে আলোচোনা করব।সেই পযন্ত ভাল থাকুন।

আজকে আমি আপনাদের দেখব কিভাবে border দেওয়া যায়,border colour করা যায়, border এ নানা ডিজাইন অ্যাড করা যায়।

 

আজকে আমি আপনাদের দেখব কিভাবে border দেওয়া যায়,border colour করা যায়, border এ নানা ডিজাইন অ্যাড করা যায়।

***প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলুন।

***তারপর, মেনু হতে একটি টেবিল বানান।

***ড্রাগ করে টেবিলটি বড় করুন।

***টেবিল এ কিছু ডাটা অ্যাড করুন।

***ctrl আর A  একসাথে চেপে বা, মাউস দিয়ে ড্রাগ করে পুরো টেবিলটি মার্ক করুন।

***তারপর, মেনু থেকে format>borders and shadings এ ক্লিক করুন।

***এবার, box ক্লিক করে সিলেক্ট করুন।

***তারপর, style থেকে যেকোন একটি style সিলেক্ট করুন।

***এবার, colour এ গিয়ে নিচের দিকে arrow তে ক্লিক করে যেকোন একটি colour সিলেক্ট করুন।

***width এ গিয়ে নিচের দিকের arrow তে ক্লিক করে আপনার পছন্দমত যেকোন একটি সিলেক্ট করুন।

***ok ক্লিক করুন।

***দেখুন, চারিদিকে border তৈরি হয়েছে।

“””””””সবাই ভাল থাকবেন। নিজেকে ভালবাসতে শিখি, তবেই অন্যকে ভালবাসা সম্ভব।জিয়া।””””””””””

আজকে আমরা দেখব কিভাবে আরেকভাবে table বানানো যায়।আর, কিভাবে একটা table এ নতুন column, row add করা যায়।আশা করি সাথে থাকবেন।

“”আজকে আমরা দেখব কিভাবে আরেকভাবে table বানানো যায়।আর, কিভাবে একটা table এ নতুন column, row add করা যায়।আশা করি সাথে থাকবেন।

***প্রথমে, Microsoft office word খুলুন।

***তারপর, মেনু থেকে table>insert>table….. এ ক্লিক করুন।

***দেখুন, একটি dial up বক্স এসেছে।

***columns এর ঘরে 7 আর, rows এর ঘরে 4 লিখুন।তারপর, ok ক্লিক করুন।

***দেখুন, table হয়ে গেছে।

*******এবার দেখব কিভাবে নতুন column আর row add করা যায়।

***Microsoft word ওপেন করুন।

***তারপর, উপরের নিয়মে বা, আগের টিউন এর নিয়মে একটি table বানান।

***এবার, table এর কোনায় মাউস এর কারসর রেখে drag করে table টি বড় করুন।

***এবার, table এ কিছু লিখুন।

***যদি, আপনি row বাড়াতে চান‌‌, তাহলে যেখানে row বাড়াতে চান, ঠিক তার বাহিরে বামে একবার মাউস ক্লিক করুন।

***এবার, table>insert>rows above এ ক্লিক করুন।

***দেখুন, একটি নতুন row হয়ে গেছে।

***নতুন column অ্যাড করার জন্য যেখানে column অ্যাড করতে চান, ঠিক তার উপরে table এর বাহিরে ক্লিক করুন।

***তারপর, table>insert>columns to the left এ ক্লিক করুন।

***দেখুন, নতুন একটি column অ্যাড হয়ে গেছে।

সবাই ভাল থাকবেন।

কি- বোর্ড এর কিছু শর্টকাট কমান্ড

 

আজকে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু শর্টকাট কমান্ড দেখাব। আশা করি আপনাদের কাজে লাগবে।

***কোন পৃষ্ঠা এর সব লেখাকে সিলেক্ট করার জন্য Ctrl আর a একসাথে চাপুন। (Ctrl+a)

***কোন কিছু সিলেক্ট করে copy  করার জন্য Ctrl আর c একসাথে চাপুন। (Ctrl+c)

***কোন কিছু সিলেক্ট করে cut করার জন্য Ctrl আর x একসাথে চাপুন। (Ctrl+x)

***copy করা কোন কিছু paste করার জন্য Ctrl আর v একসাথে চাপুন। (Ctrl+v)

***আপনি ধরুন মাইক্রোসফট ওয়ার্ড এ লিখছেন, তখন আপনার নতুন ডকুমেন্ট খোলার প্রয়োজন হল তখন Ctrl আর n একসাথে চাপুন। (Ctrl+n)

***আপনি যে লেখাটি লিখছেন তা যদি সেভ করতে চান তাহলে Ctrl আর s একসাথে চাপুন। (Ctrl+s)

***ধরুন আপনি ওয়ার্ড এ কিছু লিখছেন তখন যদি আপনার ওই লেখটি সেভ করার প্রয়োজন হয়, বা ধরুন আপনি ওই লেখটি সেভ না করে মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে যাবেন, তখন Ctrl আর w একসাথে চাপুন। সেভ করতে চাইলে yes ক্লিক করুন। সেভ না করতে চাইলে no ক্লিক করুন, আর কোন কিছু না করে যদি আগের লেখায় ফিরে যেতে চান তাহলে cancel ক্লিক করুন। (Ctrl+w)

***আপনার কম্পিউটার এ সেভ করা ফাইল ওপেন করতে চাইলে Ctrl আর  o একসাথে চাপুন। (Ctrl+o)

***ধরুন আপনি একটি ওয়ার্ড ফাইল খুলেছেন সেখানে আপনি ৭১ নাম্বার পৃষ্ঠায় যেতে চাচ্ছেন তখন Ctrl আর g একসাথে চাপুন। যে বক্স আসবে তাতে পেজ নাম্বার দিয়ে ওকে ক্লিক করুন। (Ctrl+g)

***আপনি যদি ফন্ট এর ডায়ালগ বক্স আনতে  চান তাহলে Ctrl আর d একসাথে চাপুন। (Ctrl+d)

***আপনি যে লেখাটি লিখেছেন তা যদি বোল্ট করতে চান তাহলে Ctrl আর b একসাথে চাপুন। (Ctrl+b)

***আপনি যে লেখটি লিখেছেন তা যদি  বাঁকা হরফে লিখতে চান, মানে ইতালিক ফরম্যাট এ লিখতে চান তাহলে Ctrl আর i একসাথে চাপুন। (Ctrl+i)

***ধরুন আপনি একটা লাইন এ তিনটি ওয়ার্ড লিখেছেন, এখন এই লেখটিকে পৃষ্ঠার বামে নিতে চান, তাহলে Ctrl আর L একসাথে চাপুন (Ctrl+ L)

***ডানে নিতে চাইলে Ctrl আর r  একসাথে চাপুন। (Ctrl+r)

***মাঝে নিতে চাইলে Ctrl আর e একসাথে চাপুন। (Ctrl+e)

***ধরুন আপনি একটা লাইন লিখেছেন এখনে আপনি এই লাইনটাতে একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন তাহলে Ctrl আর k একসাথে চাপুন। (Ctrl+k)

***আপনি ধরুন আপনার ডকুমেন্ট এ কোন নির্দিষ্ট ওয়ার্ড খুজছেন তাহলে Ctrl আর f একসাথে চাপুন। (Ctrl+f)

***Ctrl+f দিলে ডকুমেন্ট থেকে কোন ওয়ার্ড খুজে বের করবে কিন্তু যদি এমন দরকার হয় ওয়ার্ড খিজে বের করে তাকে রিপ্লেস করার দরকার তখন Ctrl আর h একসাথে চাপুন। (Ctrl+h)

***যদি এমন কোন প্রয়োজন পড়ে যে আপনার লেখা ওয়ার্ড এর নিচে দাগ দিতে হবে , তখন Ctrl আর u একসাথে চাপ দিতে হবে। ( Ctrl+u)

***আপনার ডকুমেন্টটি প্রিন্ট করার প্রয়োজন হলে Ctrl আর p একসাথে চাপুন। (Ctrl+p)

আমি মাইক্রোসফট ওয়ার্ড এর সবগুলো কমান্ড জানি না। কেউ যদি এগুলো ছাড়া অন্যান্য কমান্ড জেনে থাকেন তাহলে কমেন্ট এর মাধ্যমে অ্যাড করে দিন। সবাই ভাল থাকবেন।